দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা বিএনপি সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সফলভাবে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে জাঁকজমকপূর্ণ পরিবেশে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এই সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আলমগীর কবির মান্নু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসন, ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি গণতন্ত্র পুনঃস্থাপনে তৃণমূল থেকে শক্তিশালী নেতৃত্ব গঠনের লক্ষ্যে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।”
২৭৮ জন কাউন্সিলরের ভোটে তিনটি পদে প্রার্থী নির্বাচিত হন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন ৩ জন, যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন ফরিদ আহমেদ। সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে নির্বাচিত হন আব্দুর রাজ্জাক হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন এইচ.এম ফারুক হোসাইন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার এডভোকেট আবুল কালাম আকন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নেতা এলিজা জামান, জেলা যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন, যুবদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম দুলাল, ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।
সম্মেলনের সফল আয়োজন এবং কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আয়োজক কমিটি এবং উপস্থিত নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানান। এ সম্মেলন তৃণমূল বিএনপির মাঝে নতুন নেতৃত্ব গঠনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।