1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলেই সম্পন্ন হবে: ড. আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকারের আমলেই জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার সম্পন্ন হবে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “জুলাইয়ের আন্দোলনে নারায়ণগঞ্জে ২১ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় সাড়ে তিন শতাধিক মানুষ। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে মামলাগুলোর তদন্ত কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে এবং চার্জশিট প্রদানের কাজ ৫ আগস্টের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “জুলাইয়ে যে ঐক্য দেশবাসী দেখিয়েছে, তা ছিল নজিরবিহীন। শোক ও সাহসের মধ্যে দিয়ে সবাই একটি পরিবারে পরিণত হয়েছিল। সেই ঐক্য ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণের বিজয়ের মূল চাবিকাঠি। এই ঐক্য বজায় রেখে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে অপশাসনের কোনো স্থান থাকবে না।”

তিনি আরও বলেন, “বর্তমানে স্থানীয়ভাবে কিছু দুর্বৃত্ত আইনশৃঙ্খলা ভঙ্গ করছে, চাঁদাবাজি ও ভয়ংকর অপরাধে জড়িত হচ্ছে। এসবের বিরুদ্ধে সরকারের পাশাপাশি জনগণকেও রুখে দাঁড়াতে হবে। প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছ উর রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট