
জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণরা আজ সত্যিকার অর্থে ম্যানপাওয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি সাকিক কায়েম। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তরুণদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। তাদের ‘বিরাজনীতি করণ’-এর প্রচেষ্টাকে ব্যর্থ করে তরুণরাই দেখিয়েছে কিভাবে আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়তে হয়।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে বীরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় বক্তব্যের শুরুতে ভিপি সাকিক কায়েম ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের সকল শহীদকে স্মরণ করেন। বিশেষভাবে তিনি উত্তরাঞ্চলের শহীদ আবু সাঈদকে ‘শহীদের ইমাম’ আখ্যা দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উল্লেখ করে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
এ জনসভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো. মতিউর রহমান। তিনি বলেন, যুবসমাজের বেকারত্ব ঘুচাতে একটি ইপিজেড স্থাপন, একটি মা ও শিশু হাসপাতাল নির্মাণসহ দুই উপজেলার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ শিবগা, দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. শহিদুল ইসলাম খোকনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা সবাই জুলাই বিপ্লব-পরবর্তী তরুণদের উত্থান, রাজনৈতিক সচেতনতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।