1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

টেকসই উন্নয়নে পাটের চাহিদা হ্রাস আমাদেরই দায়: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।ছবি: সংগৃহীত

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, একসময়ের টেক্সটাইল ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত পাটের চাহিদা বর্তমানে আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটরিয়ামে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘হাফিজউদ্দিন আহমেদ ও ফাতেমা আহমেদ ট্রাস্ট লেকচার–২০২৫’ সেমিনারে “টেকসই উন্নয়নে পাটের ভূমিকা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন সুযোগ রয়েছে, তেমনি বাধাও আছে। পাটের চাহিদা হ্রাসের জন্য আমরাই দায়ী। যতদিন না বাস্তবতার আলোকে বিচার-বিশ্লেষণ করতে পারবো, ততদিন আমরা ক্ষতিগ্রস্ত হবো ও পিছিয়ে থাকবো।”

সেমিনারে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. নারগিস আখতার, আইইবি’র সহসভাপতি ইঞ্জি. খান মঞ্জুর মোরশেদ, আইটিইটি’র আহ্বায়ক ইঞ্জি. আহসানুল করিম কায়সার এবং আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. মহিউদ্দীন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। তিনি বলেন, “বর্তমানে পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার। আমরা চাইলে এর বিকল্প হিসেবে পাট ব্যবহার করতে পারি। পাট অন্যান্য ফাইবারের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক।”

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, “পাট যেহেতু প্রাকৃতিক ও পরিবেশবান্ধব ফাইবার, তাই এটি নিয়ে আরও গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজন রয়েছে। শুধু চটের ব্যাগ নয়, পাটের ব্যবহার অন্যান্য শিল্পক্ষেত্রেও বাড়াতে হবে। বুটেক্সে শিগগিরই জুট ফাইবার নিয়ে একটি নতুন বিভাগ ও গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

সেমিনারে বক্তারা পাট শিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নে এর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, পাটের পুনরুজ্জীবনের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পখাত গড়ে তোলা সম্ভব, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট