দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডা. দেবব্রত রায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান (নাম এখানে লিখুন, প্রয়োজনে)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পরিবার পরিকল্পনার সঠিক বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ এর প্রতিপাদ্য ছিল— “জনসংখ্যা ও উন্নয়ন: দায়িত্বশীল পরিবার গড়ি।” দিবসটি উদযাপনের মাধ্যমে কাহারোল উপজেলায় জনসংখ্যা সচেতনতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক লিফলেট ও প্রচারসামগ্রী বিতরণ করা হয়।