1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ! ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল

কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন

দিনাজপুরের কাহারোল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডা. দেবব্রত রায়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান (নাম এখানে লিখুন, প্রয়োজনে)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পরিবার পরিকল্পনার সঠিক বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ এর প্রতিপাদ্য ছিল— “জনসংখ্যা ও উন্নয়ন: দায়িত্বশীল পরিবার গড়ি।” দিবসটি উদযাপনের মাধ্যমে কাহারোল উপজেলায় জনসংখ্যা সচেতনতা বৃদ্ধিতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক লিফলেট ও প্রচারসামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট