
দিনাজপুরের কাহারোল উপজেলায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার নির্দেশনায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান সর্দার এর তত্ত্বাবধানে ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চক প্রাণ কৃষ্ণ গ্রামে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে এলাকাবাসী সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধসহ প্রাথমিক চিকিৎসা সেবা পান। গ্রামাঞ্চলের বহু মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এ উদ্যোগকে তারা স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন।
ক্যাম্পে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম–এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, গ্রামীণ জনগণের পাশে দাঁড়ানো বিএনপির দীর্ঘদিনের অঙ্গীকার, আর এই ধরনের সামাজিক কার্যক্রম জনগণের আস্থা আরও বাড়িয়ে তুলবে।
এলাকার সাধারণ মানুষ এ ধরনের জনসেবামূলক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে জানান, নিয়মিত চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা পেলে তারা আরও উপকৃত হবেন।