বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর জেলা পর্যায়ে হ্যান্ড বলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাহারোল উপজেলা দল। কাহারোল উপজেলার কামর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হ্যান্ড বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জেলার অন্যান্য প্রতিযোগী দলকে পরাজিত করে এ সাফল্য অর্জন করেছে।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে সাফল্য অর্জনের পর এখন তাদের লক্ষ্য বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করা। এজন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং অভিভাবকেরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও প্রশিক্ষণ সহায়তা অব্যাহত রেখেছেন।
এদিকে কাহারোল উপজেলার শিক্ষার্থীরা হ্যান্ড বলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “কামর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাহারোলের নাম উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়া প্রেমীরা বলেন, নিয়মিত অনুশীলন, পরিশ্রম ও একাগ্রতার ফলেই এই সাফল্য এসেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিভাগীয় পর্যায়েও কাহারোল উপজেলার শিক্ষার্থীরা বিজয়ের ধারা অব্যাহত রাখবে।