1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ

হ্যান্ড বলে কাহারোল উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলা হ্যান্ড বলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ইউএনও মোকলেদা খাতুন মীম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর জেলা পর্যায়ে হ্যান্ড বলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাহারোল উপজেলা দল। কাহারোল উপজেলার কামর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হ্যান্ড বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জেলার অন্যান্য প্রতিযোগী দলকে পরাজিত করে এ সাফল্য অর্জন করেছে।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে সাফল্য অর্জনের পর এখন তাদের লক্ষ্য বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করা। এজন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং অভিভাবকেরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও প্রশিক্ষণ সহায়তা অব্যাহত রেখেছেন।

এদিকে কাহারোল উপজেলার শিক্ষার্থীরা হ্যান্ড বলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “কামর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাহারোলের নাম উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়া প্রেমীরা বলেন, নিয়মিত অনুশীলন, পরিশ্রম ও একাগ্রতার ফলেই এই সাফল্য এসেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন বিভাগীয় পর্যায়েও কাহারোল উপজেলার শিক্ষার্থীরা বিজয়ের ধারা অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট