দিনাজপুরের কাহারোল উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মোকলেদা খাতুন মীম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি।
নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে স্বাগত জানাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাঁকে ফুলের তোড়া প্রদান করেন। এই শুভেচ্ছা জানানো কার্যক্রমটি স্থানীয় রাজনৈতিক সৌহার্দ্য ও সদ্ভাবের একটি নিদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী। এছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও এ আয়োজনে অংশ নেন।
নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীম কাহারোলে তার দায়িত্ব পালনের শুরুতেই এই আন্তরিক শুভেচ্ছা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। কাহারোলবাসী আশা করছে, প্রশাসন ও রাজনীতির সম্মিলিত সহযোগিতায় উপজেলার সার্বিক উন্নয়ন আরও তরান্বিত হবে।