1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাবেক নির্বাচন কমিশনারদের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিনিয়োগবান্ধব সেবা ও অবকাঠামোয় ঢাকার বাইরের অঞ্চল পিছিয়ে: আশিক চৌধুরী ৭৫ বছরে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট বয়স্কদের হাড় ভাঙা প্রতিরোধে সাবধানতার বিকল্প নেই কাহারোলে নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি ড. ইউনুসের জুলাই ঘোষণাপত্রে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান

কাহারোলে নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
দিনাজপুরের কাহারোলে নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী।

দিনাজপুরের কাহারোল উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মোকলেদা খাতুন মীম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি।

নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে স্বাগত জানাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাঁকে ফুলের তোড়া প্রদান করেন। এই শুভেচ্ছা জানানো কার্যক্রমটি স্থানীয় রাজনৈতিক সৌহার্দ্য ও সদ্ভাবের একটি নিদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী। এছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও এ আয়োজনে অংশ নেন।

নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীম কাহারোলে তার দায়িত্ব পালনের শুরুতেই এই আন্তরিক শুভেচ্ছা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। কাহারোলবাসী আশা করছে, প্রশাসন ও রাজনীতির সম্মিলিত সহযোগিতায় উপজেলার সার্বিক উন্নয়ন আরও তরান্বিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট