1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে অবহিতকরণ সভা কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা কাউখালীতে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত কাউখালীতে বিএনপি নেতা ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ দুর্গাপূজার আগে ভারতে পৌঁছাল বাংলাদেশের প্রথম ইলিশ চালান পিরোজপুরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঝিনাইদহে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসন ও ৯৭টি মণ্ডপের সভাপতি-সম্পাদক।

দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল উপজেলা ও বোচাগঞ্জ সার্কেলের এএসপি মো. রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সোহেল।

এছাড়াও উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার মোট ৯৭টি সার্বজনীন দুর্গামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট