দিনাজপুরের কাহারোলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ২৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়, কাহারোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবরার হোসেন, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মোঃ মকবুল হোসেন এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী শ্রাবণী রায়।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে ২৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া শিক্ষা সহায়তা হিসেবে এসএসসি পর্যায়ের কৃতি শিক্ষার্থীরা পেয়েছে দশ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা পেয়েছে পঁচিশ হাজার টাকা করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি জানান, পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSIS) স্কিমের আওতায় এই অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে।
এই উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান ও আরও ভালো ফলাফলের প্রতি উৎসাহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।