1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাহারোলে জাতীয় ফল মেলা ও কৃষকদের মাঝে উফশী আমন বীজ ও সার বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
দিনাজপুরের কাহারোলে জাতীয় ফল মেলা-২০২৫ ও কৃষকদের মাঝে উফশী আমন বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন ইউএনও মোঃ আমিনুল ইসলাম। উপকৃত হবেন ২ হাজার ৯০০ কৃষক।

দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা-২০২৫ ও কৃষকদের মাঝে উফশী আমন বীজ এবং সার বিতরণ কর্মসূচি। সোমবার, ২৩ জুন ২০২৫, উপজেলা কৃষি অফিস মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম।

মেলা উদ্বোধনের পর উপজেলা কৃষি অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আমিনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ।

আলোচনায় বক্তারা বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা ও কৃষি উপকরণ সরবরাহ করছে। এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কৃষকদের মাঝে উফশী আমন বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আমিনুল ইসলাম। এতে কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির উৎসাহ ও সহযোগিতা জোগানো হবে বলে জানান বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফছানা আক্তারসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কাহারোল উপজেলায় মোট ২ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এতে কৃষকদের মাঝে আমন ধানের আবাদে উৎসাহ বৃদ্ধি পাবে এবং ফলনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট