দিনাজপুরের কাহারোল উপজেলায় বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল-এর বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম-এর যোগদান উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী ইউএনও আমিনুল কাহারোলে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও-এর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। একইসাথে নবাগত ইউএনও মোকলেদা খাতুন মীমকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কাহারোল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।