দিনাজপুরের কাহারোল উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি মেলা ২০২৫। রোববার (২৫ মে ২০২৫) সকালে কাহারোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
ভূমি মেলার উদ্বোধনী দিনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও আধুনিক করতে সরকার নানা ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে জানতে পারছেন ও উপকৃত হচ্ছেন।”
মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের স্টল স্থাপন করা হয়। এসব স্টলে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান অনুলিপি সংগ্রহসহ নানা সেবা সরবরাহ করা হয়। এ ছাড়াও ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং মাল্টিমিডিয়া প্রদর্শনী করা হয়।
উপজেলা ভূমি অফিস জানায়, ভূমি মেলা ২০২৫ চলবে পুরো দিনব্যাপী, যেখানে স্থানীয় জনগণ অংশ নিয়ে সরাসরি ভূমি সংক্রান্ত পরামর্শ ও তথ্য গ্রহণ করতে পারবেন।