দিনাজপুরের কাহারোলে অসহায় প্রতিবন্ধী ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) আল আজহার ইসলামিক একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানটি আয়োজন করে আল আজহার ইসলামিক একাডেমি, কাহারোল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর চলাফেরা সহজতর করতে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে তারা সমাজের মূলধারায় কিছুটা হলেও নিজেকে আত্মপ্রকাশের সুযোগ পাবে।
অনুষ্ঠানে কাহারোল উপজেলা শাখার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাম্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। বক্তারা সকলকে এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
হুইল চেয়ার পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন। একজন উপকারভোগী বলেন, “এই হুইল চেয়ার পেয়ে আমি যেন আবার চলতে পারবো। সৃষ্টিকর্তার পর ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগের আয়োজকদের।”
উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং প্রতিবন্ধীদের সহযোগিতায় নিয়মিত কাজ করে যাচ্ছে।