1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

কাহারোলে প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
কাহারোলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করল আবাম ফাউন্ডেশন

দিনাজপুরের কাহারোলে অসহায় প্রতিবন্ধী ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) আল আজহার ইসলামিক একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানটি আয়োজন করে আল আজহার ইসলামিক একাডেমি, কাহারোল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর চলাফেরা সহজতর করতে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে তারা সমাজের মূলধারায় কিছুটা হলেও নিজেকে আত্মপ্রকাশের সুযোগ পাবে।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা শাখার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাম্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। বক্তারা সকলকে এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

হুইল চেয়ার পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন। একজন উপকারভোগী বলেন, “এই হুইল চেয়ার পেয়ে আমি যেন আবার চলতে পারবো। সৃষ্টিকর্তার পর ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগের আয়োজকদের।”

উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং প্রতিবন্ধীদের সহযোগিতায় নিয়মিত কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট