1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

কাহারোলে প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
কাহারোলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করল আবাম ফাউন্ডেশন

দিনাজপুরের কাহারোলে অসহায় প্রতিবন্ধী ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) আল আজহার ইসলামিক একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানটি আয়োজন করে আল আজহার ইসলামিক একাডেমি, কাহারোল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর চলাফেরা সহজতর করতে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে তারা সমাজের মূলধারায় কিছুটা হলেও নিজেকে আত্মপ্রকাশের সুযোগ পাবে।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা শাখার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাম্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। বক্তারা সকলকে এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

হুইল চেয়ার পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন। একজন উপকারভোগী বলেন, “এই হুইল চেয়ার পেয়ে আমি যেন আবার চলতে পারবো। সৃষ্টিকর্তার পর ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগের আয়োজকদের।”

উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং প্রতিবন্ধীদের সহযোগিতায় নিয়মিত কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট