
দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ব্যক্তিগত কালী মন্দিরে দুর্বৃত্তদের দ্বারা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি প্রসাদপুর গ্রামের বাসিন্দা প্রফুল্ল বর্মনের ব্যক্তিগত কালী মন্দিরে গোপনে প্রবেশ করে কালী মূর্তিটি পশ্চিম দিকে ফেলে রাখে। একই সঙ্গে মন্দিরে থাকা যোগিনী ও ডাহিনীর মূর্তির হাত ভেঙে দেওয়া হয়।
১৮ ডিসেম্বর সকালে একই পাড়ার বাসিন্দা শশী মোহনের স্ত্রী সবেদা রানী মন্দিরের সামনে দিয়ে গরু বাঁধতে গিয়ে মূর্তির ভাঙা অবস্থা দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রফুল্ল বর্মনকে জানালে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে।
মূর্তি ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল–বোচাগঞ্জ সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া ও তদন্ত কর্মকর্তা শ্যামল বর্মন।
প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সংযত থাকার আহ্বান জানানো হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।