1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে অবহিতকরণ সভা কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা কাউখালীতে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত কাউখালীতে বিএনপি নেতা ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ দুর্গাপূজার আগে ভারতে পৌঁছাল বাংলাদেশের প্রথম ইলিশ চালান পিরোজপুরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঝিনাইদহে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

কাউখালীতে বিএনপি নেতা ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে বিএনপি নেতা আলম সেপাই ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চাচাত ভাই আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। নিরাপত্তা চান আলম সেপাই।

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আলম সেপাই তার স্ত্রী ও তিন কন্যাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাউখালী প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে আলম সেপাই অভিযোগ করেন, তার চাচাত ভাই আলাউদ্দিন দীর্ঘদিন ধরে পৈত্রিক ও কবলাইকৃত সম্পত্তি দখলের জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বাইপাস সার্জারি করায় শারীরিকভাবে দুর্বল হওয়ায় বর্তমানে দীর্ঘ ১০ বছর ধরে তিনি ভয়ে পৈত্রিক ভিটাবাড়ি ছাড়া রয়েছেন।

তার অভিযোগ, আলাউদ্দিন শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী ছিদ্দিকুর রহমানের মদদে মিথ্যা সংবাদ সম্মেলন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি আরও বলেন, “১৯৯৯ সালে জমি নিয়ে বিরোধের জেরে আলাউদ্দিনের পিতা আমাকে হত্যার উদ্দেশ্যে কোপায় এবং সেই মামলায় তার সাজার রায় হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৪ এবং ২১ জুন ২০২৫ রাতে আলাউদ্দিন ও তার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়।”

আলম সেপাই আরও জানান, ঘটনাগুলোর পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং আদালতে মামলা দায়ের করেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আলম সেপাইয়ের স্ত্রী নাছিমা বেগম ও তার তিন কন্যা বলেন, “আমরা আলাউদ্দিনের ভয়ে বাড়ি ছেড়ে কাউখালীতে বসবাস করছি। আমাদের প্রাণনাশের হুমকি দেওয়ায় দীর্ঘ ১০ বছর ধরে আমরা নিজ বাড়িতে ফিরতে পারিনি।”

এদিকে অভিযুক্ত চাচাত ভাই আলাউদ্দিন মোবাইল ফোনে জানান, আলম সেপাইয়ের আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং উল্টো তার নামেই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবক মনিরুজ্জামান মিন্টু, মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ফারুক হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, মোস্তফা সেপাই ও আব্দুল্লাহ শেখসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট