1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে অবহিতকরণ সভা কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা কাউখালীতে অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত কাউখালীতে বিএনপি নেতা ও পরিবারের প্রাণনাশের হুমকির অভিযোগ দুর্গাপূজার আগে ভারতে পৌঁছাল বাংলাদেশের প্রথম ইলিশ চালান পিরোজপুরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঝিনাইদহে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে অবহিতকরণ সভা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা অংশ নেন।

পিরোজপুরের কাউখালীতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, ইউপি সদস্য ঝর্ণা রানী কর, আকবর হোসেন দুলাল, মোহাম্মদ সাঈদ, জাকির হোসেন এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সজল মোল্লা বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এ কার্যক্রমকে গতিশীল ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি কার্যক্রমে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কাউখালীতে এই উদ্যোগের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট