1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ পিরোজপুরে তারেক রহমানের ঐতিহাসিক বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অক্টোবরের ১৮ দিনে দেশে এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

কাউখালীতে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এ প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার ও আত্মনির্ভরতার ওপর গুরুত্ব আরোপ করেন।

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী থানার এসআই মো. মাসুদ, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যুথিকা কুণ্ডু, এবং কিশোরী সংগঠক সুজাতা কুণ্ডু প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, আত্মনির্ভরতা গড়ে তোলা এবং সমান অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
উপস্থিত সবাই কন্যা শিশুদের নিরাপদ, শিক্ষিত ও আত্মনির্ভর ভবিষ্যৎ গঠনে সমাজের প্রতিটি পরিবারের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট