“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী থানার এসআই মো. মাসুদ, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যুথিকা কুণ্ডু, এবং কিশোরী সংগঠক সুজাতা কুণ্ডু প্রমুখ।
বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, আত্মনির্ভরতা গড়ে তোলা এবং সমান অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
উপস্থিত সবাই কন্যা শিশুদের নিরাপদ, শিক্ষিত ও আত্মনির্ভর ভবিষ্যৎ গঠনে সমাজের প্রতিটি পরিবারের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।