1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

কাউখালীতে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এ প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার ও আত্মনির্ভরতার ওপর গুরুত্ব আরোপ করেন।

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী থানার এসআই মো. মাসুদ, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যুথিকা কুণ্ডু, এবং কিশোরী সংগঠক সুজাতা কুণ্ডু প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, আত্মনির্ভরতা গড়ে তোলা এবং সমান অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কন্যা শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
উপস্থিত সবাই কন্যা শিশুদের নিরাপদ, শিক্ষিত ও আত্মনির্ভর ভবিষ্যৎ গঠনে সমাজের প্রতিটি পরিবারের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট