1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামের একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম।

অভিযান চলাকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযানের বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশব্যাপী অভিযান চলছে। এ উদ্যোগের অংশ হিসেবে নৌবাহিনীর দল শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এ বছরও সরকার ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা ও মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা।”

তিনি আরও জানান, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা, পিরোজপুর ও আশপাশের নদ-নদীতে টানা অভিযান পরিচালনা করছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নৌবাহিনীর এমন অভিযান নদীতে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা কমাবে এবং ভবিষ্যতে মা ইলিশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট