1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ

কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামের একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম।

অভিযান চলাকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযানের বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশব্যাপী অভিযান চলছে। এ উদ্যোগের অংশ হিসেবে নৌবাহিনীর দল শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এ বছরও সরকার ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা ও মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা।”

তিনি আরও জানান, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা, পিরোজপুর ও আশপাশের নদ-নদীতে টানা অভিযান পরিচালনা করছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নৌবাহিনীর এমন অভিযান নদীতে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা কমাবে এবং ভবিষ্যতে মা ইলিশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট