“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানিতে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষে ইন্দুরকানী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইন্দুরকানী সরকারি সেতরা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, কন্যা শিশুদের স্বপ্ন পূরণের সুযোগ সৃষ্টিতে সকলকে এগিয়ে আসতে হবে।
বক্তারা কন্যা শিশুদের আত্মবিশ্বাস, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান।
তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সহযোগিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।