
চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
রোববার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
একই সঙ্গে নভেম্বর মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে বলেও জানানো হয়েছে।
এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এতে শীতের আমেজ শুরু হলেও পুরোপুরি শীত নামতে সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নভেম্বরে কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যা কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে।