1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
মালয়েশিয়ায় এক থেকে দেড় লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা

আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ নতুন বিদেশি শ্রমিক নিয়োগ দিতে পারে, যার মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে বাংলাদেশি কর্মীরা। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও অন্যান্য দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়া আমাদের আশ্বস্ত করেছে যে, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যেসব বাংলাদেশি কর্মী শেষ মুহূর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি, তাদের সুযোগ দেওয়া হবে। এমন প্রায় ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তারা খুব দ্রুত মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

আসিফ নজরুল বলেন, “আমরা মালয়েশিয়াকে বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী, নার্স ও কেয়ারগিভারসহ দক্ষ কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছি। তারা এতে আগ্রহ দেখিয়েছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে।”

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী-ও এ আলোচনায় অংশ নেন।

বর্তমানে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় সিঙ্গেল এন্ট্রি ভিসা পান। এই সীমাবদ্ধতা দূর করে মাল্টিপল ভিসা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ায় থাকা অনিয়মিত কর্মীদের বিষয়েও আলোচনা হয়েছে। আসিফ নজরুল বলেন, “অনেক সময় মালিকের গাফিলতিতে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এসব ক্ষেত্রে যেন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়—এই অনুরোধ জানিয়েছি।” মালয়েশিয়া সরকার বিষয়টি পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট