দিনাজপুরের কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম আবারও প্রমাণ করেছেন, তিনি সত্যিকারের মানবতার সেবক। উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কালু চন্দ্র রায় ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। দুইজনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তারা জীবিকা নির্বাহের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করতেন।
দুঃখজনকভাবে, তাদের নিজের মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয়ও ছিল না। প্রতিদিন কষ্ট করে যা রোজগার করতেন, তা দিয়েই কোনোভাবে দিন কাটতো, কিন্তু রাতে ঘুমানোর জন্য উপযুক্ত জায়গা ছিল না।
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোতালেব সরকার-কে সঙ্গে নিয়ে কালু চন্দ্র রায়ের বাড়িতে ছুটে যান।
তাদের বাস্তব পরিস্থিতি পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ৩ ব্যান্ড ঢেউটিন ও ৯ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়রা বলেন, ইউএনও মোকলেদা খাতুন মীম শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেন না, তিনি মানবতার কল্যাণে আন্তরিকভাবে কাজ করছেন। তার এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সরকারি প্রশাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।