1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। পৌরসভা, হাসপাতাল, পানি সরবরাহ ও শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দের প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, আল্লামা সাঈদীর পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েল।

মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, “২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। দুর্নীতি মুক্ত, উন্নত বাংলাদেশ গঠনে আমি জনগণ ও সাংবাদিক সমাজের সহযোগিতা চাই।” তিনি অভিযোগ করে বলেন, পিরোজপুর পৌরসভার শতবর্ষ পুরোনো হলেও উন্নয়নের কোনো অগ্রগতি হয়নি। সড়ক, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ, সুপেয় পানির ব্যবস্থা ও অবকাঠামো সবই বেহাল অবস্থায় রয়েছে।

তিনি জানান, পৌরসভার উন্নয়নে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ছয়টি পানি সরবরাহ প্লান্টের অনুমোদন এনেছেন। ইন্দুরকানীতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য তিন একর জমি বরাদ্দ করেছেন। এছাড়া ইন্দুরকানীর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে ৭.৫ কোটি টাকা বরাদ্দ করিয়েছেন।

আরও উল্লেখ করেন, ইন্দুরকানীর অকেজো ডাকবাংলোর পরিবর্তে চারতলা বিশিষ্ট নতুন ডাকবাংলোর জন্য ১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ আনা হয়েছে। নাজিরপুর হাসপাতালে সংস্কারের জন্য ১০ লাখ টাকা এবং নাজিরপুর থানা সংস্কারের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও নির্বাচনী এলাকার উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট