1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ৫০ হাজার তাল, আম, আমড়া ও লেবুর চারা রোপণ করা হবে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া অংশে ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা ও ব্যবসায়ী গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে এ কার্যক্রম চলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল কাইয়ূম মঠবাড়িয়া ফায়ার স্টেশনের সামনে থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী, উদ্যোক্তা গাজী ওয়াহিদুজ্জামান জাকির, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম. হুমায়ূন কবীর, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন মুন্সী, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীর এবং প্রবীণ সাংবাদিক আবদুস সালাম আজাদী।

বৃক্ষরোপণ উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণবৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক। ২৫ কিলোমিটার সড়কে এই কর্মসূচি একটি মহতী উদ্যোগ।”

এ কর্মসূচির উদ্যোক্তা গাজী ওয়াহিদুজ্জামান জাকির জানান, প্রথম ধাপে ৫০ হাজার তাল গাছ, আম, আমড়া ও লেবুর চারা রোপণ করা হবে। এতে একদিকে মহাসড়কের মাটি ক্ষয়রোধ হবে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, রোপিত বৃক্ষ সংরক্ষণে স্থানীয় গ্রামবাসীকে সচেতন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট