1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ৫০ হাজার তাল, আম, আমড়া ও লেবুর চারা রোপণ করা হবে।

পিরোজপুরের মঠবাড়িয়ায় চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া অংশে ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা ও ব্যবসায়ী গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে এ কার্যক্রম চলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল কাইয়ূম মঠবাড়িয়া ফায়ার স্টেশনের সামনে থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী, উদ্যোক্তা গাজী ওয়াহিদুজ্জামান জাকির, পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম. হুমায়ূন কবীর, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদল, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন মুন্সী, মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীর এবং প্রবীণ সাংবাদিক আবদুস সালাম আজাদী।

বৃক্ষরোপণ উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণবৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক। ২৫ কিলোমিটার সড়কে এই কর্মসূচি একটি মহতী উদ্যোগ।”

এ কর্মসূচির উদ্যোক্তা গাজী ওয়াহিদুজ্জামান জাকির জানান, প্রথম ধাপে ৫০ হাজার তাল গাছ, আম, আমড়া ও লেবুর চারা রোপণ করা হবে। এতে একদিকে মহাসড়কের মাটি ক্ষয়রোধ হবে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, রোপিত বৃক্ষ সংরক্ষণে স্থানীয় গ্রামবাসীকে সচেতন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট