1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের

পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে মুবিন (২৩) নামে এক কর্মীর। বুধবার (১৬ জুলাই) রাতে পৌর শহরের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে গুরুতর আহত মুবিন বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে একটি মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরে রনি (২০), ফাহাদ (১৮), তানজিল (১৮) সহ আরও কয়েকজন ছাত্রদল কর্মী মুবিন ও শামীম নামের অপর দুই কর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন।

প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় আহতদের। সেখানে মুবিনের মৃত্যু হয়। শামীম এখনো চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, উভয় পক্ষই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার অনুসারী। তবে শামীম মৃধা অভিযোগ করে বলেন, বহিষ্কৃত নেতা রুহুল আমিন দুলালের অনুসারী নাজাত এই হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমি জড়িতদের কঠোর শাস্তি চাই।”

এদিকে পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত রনি মঠবাড়িয়ার আলোচিত ক্লিনটন মজুমদার হত্যা মামলার আসামি এবং তার নেতৃত্বাধীন গ্রুপ মাদক, চাঁদাবাজি, ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রনি গ্রুপের কারণে আতঙ্কে রয়েছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট