
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত ১২টার দিকে দক্ষিণ বন্দর মহল্লার মার্কেটে আগুন জ্বলতে দেখে নৈশপ্রহরীরা চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাকেন। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের পাঁচটি দোকানে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়।
পরে খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কালাম মিয়া বলেন, “আগুনে মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মতো হতে পারে।”
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, চায়ের দোকান ও হস্তশিল্পের দোকান। আগুনে দোকানের সব মালামাল ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে পানির বালতি ও মোটর পাম্প নিয়ে এগিয়ে আসেন। তাদের তৎপরতায় আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।