পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল হাওলাদার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোলায়মান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে মজুদ করা গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম জানান, সোহেল হাওলাদারকে মাদকদ্রব্যসহ আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের দমন করে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।