1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় হেলাল হত্যা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ার যুবক হেলাল মহিপুরে মাছ ধরতে গিয়ে নৃশংস হত্যার শিকার হন। খুনিদের ফাঁসি দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে নৃশংস হত্যার শিকার হেলাল হাওলাদারের (২৪) খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তুষখালী ইউনিয়নের ছোটমাছুয়া গ্রামে পাঁচ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত হেলাল ওই গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফিশিং বোটে দেরি করে পৌঁছানোর কারণে হেলালকে রাতভর নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বঙ্গোপসাগরের নির্জন স্থানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একাধিকবার অচেতন হওয়ার পরও আবারও নির্যাতন চালানো হয়। পরে গুরুতর অবস্থায় কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। এরপর আসামিরা হাসপাতালেই লাশ ফেলে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ নম্বর আসামি শুক্কুরকে র‍্যাব ৮ সেপ্টেম্বর বাগেরহাট থেকে গ্রেফতার করলেও প্রধান আসামি মন্টু ফরাজীসহ অন্য আসামিরা এখনও পলাতক। এদিকে, তারা মামলার বাদী ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মামলার প্রধান আসামি মন্টু ফরাজী মঠবাড়িয়ার ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা। হত্যার পর সে সহযোগীদের নিয়ে ফিশিং বোট চালিয়ে মোড়েলগঞ্জে গিয়ে বোট ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বোটটি জব্দ করেছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, “ঘটনাস্থল মহিপুরে হলেও বাদী ও আসামিদের বাড়ি মঠবাড়িয়া এলাকায় হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট