
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, উপজেলা জামায়াতে ইসলামী আমির ও সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফ বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “মহান আল্লাহ আমাকে আপনাদের সেবায় কাজ করার তৌফিক দান করলে এবং আপনারা আমাকে সুযোগ দিলে মঠবাড়িয়াকে শিক্ষা, সংস্কৃতি, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলব।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে তিনি আরও বলেন, “আমি আপনাদের খেদমতের সুযোগ পেলে, সংসদ সদস্য নির্বাচিত হলে সকল ধর্ম-বর্ণের মানুষের সাথে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করব। এলাকার শান্তি-শৃঙ্খলা উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাব।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগের সভাপতি মো. আবুল বাশার। এতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া সদর জামায়াতে আমির আব্দুল মালেক মীর, উপজেলা বাইতুলমাল সম্পাদক মো. আমিন হোসাইন সহ উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা মঠবাড়িয়ার উন্নয়ন ও জনকল্যাণে জামায়াত প্রার্থী আব্দুল জলিল শরীফকে বিজয়ী করার আহ্বান জানান।