1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

মোদীর হুঁশিয়ারি পাকিস্তানকে: সন্ত্রাসবাদের পথ ছাড়ো, না হলে ভারতের জবাব প্রস্তুত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) গুজরাটের ভূজে এক রোডশো ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদ ত্যাগ করে শান্তির পথে চলার আহ্বান জানান। তিনি স্পষ্ট বলেন, “শান্তি চাইলে সন্ত্রাস ছেড়ে দিতে হবে, না হলে ভারতের প্রতিশোধ হবে আরও কঠোর।”
মোদী তার বক্তব্যে বলেন, “পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়, তবে তাদের সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে। অন্যথায়, ভারতের তরফ থেকে এমন জবাব আসবে যা তারা কখনও ভুলবে না।”
তিনি দাবি করেন, ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের বিমানঘাঁটিগুলো আজ ‘আইসিইউ’-তে, এবং ভারতীয় সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল।
গুজরাটের দাহোদে মোদী বলেন, “অপারেশন সিন্দুর ছিল শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংস্কৃতি ও আবেগের প্রতিফলন।”
তিনি আরও জানান, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভূজের সাহসী মহিলারা রানওয়ে মেরামতে অংশ নিয়েছিলেন। সেই সাহসী নারীদের একজন তাকে সিঁদুর গাছ উপহার দেন এবং আশীর্বাদ করেন।
পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে মোদী প্রশ্ন করেন, “তোমরা কী অর্জন করেছো? ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অথচ যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান সতর্কতা উপেক্ষা করেছিল, এখন সেই ভুলের মূল্য দিতে হচ্ছে।”
রোডশো চলাকালীন ভূজের সাধারণ মানুষ মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মোদীর প্রতি মানুষের এই ভালোবাসা তার নীতিতে আস্থা এবং জাতীয়তাবাদী মনোভাবের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট