1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

ইরানের সবচেয়ে শক্তিশালী ভয়ংকর পারমাণবিক অস্ত্র এমওপি এখনো অব্যবহৃত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
ইরানের পারমাণবিক বাংকার ধ্বংসে এমওপি বোমা: সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনো অব্যবহৃত
ধারণা করা হচ্ছে যে, এই এমওপি বিস্ফোরণের ফলে পৃষ্ঠের প্রায় ২০০ ফুট (৬১ মিটার) নীচে ভেদ করতে সক্ষম।

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসে সক্ষম এমন এক শক্তিশালী অস্ত্র এখনো ব্যবহার হয়নি। এর নাম ‘জিবিইউ-৫৭এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (এমওপি)—একটি বিশাল ‘বাংকার ব্লাস্টার’ বোমা যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনো ইসরায়েলের নাগালের বাইরে।

এটি পারমাণবিক নয়, বরং একটি নন-নিউক্লিয়ার সুপার-হেভি বোমা। যার ওজন ৩০ হাজার পাউন্ড (প্রায় ১৩,৬০০ কেজি)। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর-আঘাত হানতে সক্ষম বোমাগুলোর একটি, যা ২০০ ফুট বা ৬১ মিটার মাটির নিচে বিস্ফোরণ ঘটাতে পারে।

এই বোমা নির্মাণ করেছে বোয়িং। এটি এমনভাবে তৈরি যাতে শক্ত ধাতব খোলসে মোড়ানো বিস্ফোরক অংশ গভীর বাংকারেও কার্যকরভাবে আঘাত হানতে পারে।

এমওপি বোমা আফগানিস্তানে ব্যবহৃত এমওএবি (মাদার অফ অল বোম্বস) থেকেও অনেক বেশি শক্তিশালী। এমওএবি ছিল ২১,৬০০ পাউন্ড ওজনের, কিন্তু এমওপি তার চেয়ে প্রায় ৮,৪০০ পাউন্ড বেশি ভারী।

এই বোমার মূল লক্ষ্য—ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণাগার এবং সুসংরক্ষিত কমপ্লেক্স। যেমন ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা, যা ৮০ মিটার পাথর ও মাটির নিচে অবস্থিত।

বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট স্টিলথ বোমার এই বোমা বহনে সক্ষম। এই বিমান ৪০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং একসঙ্গে দুটি এমওপি বোমা নেয়ার সক্ষমতা রয়েছে।
বি-টু বিমান এতটাই উন্নত যে, পৃথিবীর যেকোনো স্থানে এক ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারে।

ইসরায়েল বহুবার জানিয়েছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে এবং ফোর্দো কমপ্লেক্স তাদের অন্যতম লক্ষ্যবস্তু। তবে, ইসরায়েল এমওপি ব্যবহারের ক্ষমতা না থাকায় যুক্তরাষ্ট্রকেই এই অস্ত্র ব্যবহারে সম্মতি দিতে হবে।

অধ্যাপক পল রজার্স বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে জড়িত না হলে ইসরায়েল এককভাবে এমওপি ব্যবহার করতে পারবে না। সব নির্ভর করছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।

এমওপি বোমা ব্যবহারে ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস হতে পারে ঠিকই, তবে এখনও নিশ্চিত নয় ফোর্দোর প্রকৃত গভীরতা এবং প্রতিরক্ষা কতটা শক্তিশালী। এর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান ও রাশিয়ার যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা এই ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত।

এমওপি বোমা হলো আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক বিস্ময়কর দৃষ্টান্ত, কিন্তু এর ব্যবহার এখনো রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তের অপেক্ষায়। ইসরায়েল যদি ইরানে হামলার পরিকল্পনা করে, তাহলে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এটি সম্ভব নয়। আর যদি এটি ব্যবহার হয়, তাহলে তা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট