1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশি আটক

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশি আটক: ভারতে কাজের সন্ধানে গিয়ে জেল খেটেছেন

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরা ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১০৫ নম্বর ক্যাম্পের কমান্ডার মনমোহনের নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে।

আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের খোঁজে ভারতে গিয়েছিলেন এবং সেখানকার বিভিন্ন এলাকায় নির্মাণ শ্রমিক ও ক্লিনার হিসেবে কাজ করেছেন। পাসপোর্ট বা বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) তাদের গ্রেফতার করে জেলে পাঠায়। সাজাভোগ শেষে পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগার থেকে হৃদয়পুর সীমান্ত হয়ে ভবেরপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন, সাইফুল হাসান (যশোর, পুলেরহাট), প্রজেনজিৎ দাশ (সাতক্ষীরা, বাটড়া), বিল্লাল শেখ (মাদারীপুর, হাসেনকান্দা), তরিকুল ইসলাম (যশোর, কন্যাদা), সেজুতি রায় (খুলনা, মোনাবান্দা), অর্চনা রানি সরকার (নড়াইল, পাংকোবিলা), দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস (যশোর, বেদ্দনা)।

দেবদাস বিশ্বাস জানান, “২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলাম। পরিবারসহ দেশে ফিরতে গিয়ে বিএসএফ আমাদের আটক করে।”
তরিকুল ইসলাম বলেন, “২০২০ সালে দালাল চক্রের মাধ্যমে ভারতের উত্তর প্রদেশে গিয়েছিলাম। দীর্ঘদিন কাজ করার পর অবৈধ বসবাসের অভিযোগে পুলিশ আমাদের গ্রেপ্তার করে।”

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, “আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই ঘটনা আবারও প্রমাণ করে সীমান্তপথে অবৈধভাবে বিদেশ যাত্রা কতটা বিপজ্জনক। দালাল চক্রের প্ররোচনায় সহজ জীবনের আশায় বিদেশ পাড়ি দেওয়া অনেক বাংলাদেশির জীবনে দুঃস্বপ্ন হয়ে উঠছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট