1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন: নাশকতার চেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ময়মনসিংহে ওয়াশপিটে দাঁড়ানো জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কয়েকটি সিট পুড়ে যায়। আরএনবির তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ধোয়া–মোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনটিতে এ ঘটনা ঘটে। আগুনে বগির একাধিক সিট পুড়ে যায়, তবে বড় কোনো বিপর্যয় ঘটার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ভোরের অন্ধকারে একদল দুর্বৃত্ত স্পষ্টভাবে নাশকতার উদ্দেশ্যে গানপাউডার ও পেট্রল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। কোচগুলো তখন ধোয়া–মোছার জন্য খালি অবস্থায় ওয়াশপিটে রাখা ছিল।

আগুন দেওয়ার সময় কাছাকাছি অবস্থানরত আরএনবি সদস্যরা এক দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেন। তারা ধাওয়া করলেও অন্ধকার থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আরএনবির সদস্যরা নিজেদের জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর চাপ দেন এবং পানি ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আগুন নেভানোর পর দেখা যায় একটি বগির ২৭ থেকে ৩২ নম্বর সিট পুড়ে গেছে। অন্যান্য সিটেও গানপাউডারজাতীয় মিশ্রণ ছড়ানো ছিল, যা স্পষ্টভাবে আগুন ছড়ানোর জন্য প্রস্তুত করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, আগুন লাগানোর কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ আগুন নিভে যাওয়ার আগেই বগির বেশ কিছু সিট পুড়ে যায়।
তিনি আরও জানান, সকালে ছয়টায় ট্রেনটি আবার যাত্রী নিয়ে নেত্রকোনা জেলার জারিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী সতর্কতা বাড়িয়েছে। রাতে ও ভোরে ওয়াশপিট এলাকায় টহল জোরদার করা হয়েছে। রেল যোগাযোগে নাশকতার আশঙ্কা বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহে এ ঘটনা সাম্প্রতিক সময়ে রেলপথে নিরাপত্তাহীনতার নতুন উদ্বেগ তৈরি করেছে। তদন্তে ধরা পড়লে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট