1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘Postal Vote BD’ উদ্বোধন করবে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরো মাত্রায় এগিয়ে চললেও তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কর্মশালায় কথা বলতে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই পরিকল্পনার আলোকে ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও আগে জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।

এবার সংসদ নির্বাচনের পাশাপাশি একসাথে গণভোটও অনুষ্ঠিত হবে—যা নির্বাচন আয়োজনকে আরও বৃহৎ ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এ কারণে প্রস্তুতি তদারকিতে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার সময়সীমা নিয়ে প্রশ্ন করলে আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।” তবে তিনি নিশ্চিত করেন যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইসি সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। সঠিক তথ্যটি দিন। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।”

সাংবাদিকদের জন্য আয়োজিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২; প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালা ২০০৮; এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। উন্নয়ন সংস্থা ইউএনডিপি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (RFED) এই প্রশিক্ষণের আয়োজন করে।

এদিকে সকালে কর্মশালার পৃথক সেশনে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ‘সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মামলা নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়।

সব মিলিয়ে, নির্বাচন ঘনিয়ে আসলেও তফসিল ঘোষণার জন্য দেশের রাজনৈতিক অঙ্গনকে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও কিছুদিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট