
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর জগন্নাথকাঠীতে ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় সেবাকেন্দ্রের ১৪তম কেন্দ্রীয় সেবা কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এ মানবিক আয়োজন সম্পন্ন হয়।
এই আয়োজনের মাধ্যমে প্রায় ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি অতি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, খাদ্য সরবরাহ, বস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ সেশন। স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের জন্য পুরো সেবাটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাজিয়া রহমান, সিনিয়র মেডিকেল অফিসার, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জনাব সুদীপ্ত বিশ্বাস, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বরিশাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনজীবী ও ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস. এম. ইমরান আজাদ। চিকিৎসা কার্যক্রমের দায়িত্বে ছিলেন ডা. আশিক দত্ত, বিভাগীয় প্রধান, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। চিকিৎসক দলে আরও ছিলেন ডা. সৌভিক সরকার, ডা. প্রমথ মন্ডল ও ডা. প্রজ্ঞা লাবনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. রেবেকা সুলতানা, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্র এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো ও মানবিক সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”
প্রধান অতিথি ডা. রাজিয়া রহমান বলেন, “এই ধরনের সেবামূলক উদ্যোগ কেবল চিকিৎসা নয়, মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়। এই প্রতিষ্ঠান নিয়মিতভাবে যে কাজটি করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”
সেবাকেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতিবছর নিয়মিতভাবে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে অবদান রাখার লক্ষ্যেই এই কেন্দ্রীয় সেবা কর্মসূচি আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ এলাকার অসহায় মানুষদের জন্য আশীর্বাদস্বরূপ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।