1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

জনপ্রতিনিধি নির্বাচিত হলে নেছারাবাদকে মডেল উপজেলা গড়বো: শামীম সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
নেছারাবাদে জামায়াতের মতবিনিময় সভা: বক্তব্যে শামীম সাঈদীর উন্নয়ন প্রতিশ্রুতি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে তৃণা কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজিত হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সমাবেশ ঘটে, যেখানে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।

শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, “আমাকে যদি জনগণ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এক বছর আগে আমরা ভার্চুয়ালি কথা বলেছিলাম। কিন্তু আজ এত সংখ্যক নেতা-কর্মী নিয়ে সরাসরি মতবিনিময় করতে পারছি—এটি মহান আল্লাহর বিশেষ রহমত। নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে সড়ক ও সেতুর যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে দিন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।”

সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা আদাবর থানা আমীর ও ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল-আমিন সবুজসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

আয়োজকরা মনে করছেন, এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতের আদান-প্রদান সম্ভব হয়েছে। এতে করে উন্নয়ন পরিকল্পনা স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে এবং সরকারি প্রকল্পের সুফল নিশ্চিত করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট