1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ করল ভ্রাম্যমাণ আদালত

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা খ্যাত শতবর্ষী পেয়ারা বাগানে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্চ শব্দে চলা লাউডস্পিকার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাগানের প্রাকৃতিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতে পর্যটক, কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারেন। অভিযানে সতর্কবার্তা দিয়ে জানানো হয় যে, যারা পরিবেশ দূষণকারী যন্ত্র ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, “প্রতিদিন শত শত পর্যটক এই বাগানে ঘুরতে আসেন। কেউ কেউ উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশের ক্ষতি করছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, “এই ঐতিহ্যবাহী পেয়ারা বাগানের পরিবেশ ও সুনাম রক্ষা করতেই প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সকলকে সেগুলো মেনে চলতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে পর্যটন এলাকা হিসেবে পেয়ারা বাগান তার স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট