পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা খ্যাত শতবর্ষী পেয়ারা বাগানে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্চ শব্দে চলা লাউডস্পিকার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাগানের প্রাকৃতিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতে পর্যটক, কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারেন। অভিযানে সতর্কবার্তা দিয়ে জানানো হয় যে, যারা পরিবেশ দূষণকারী যন্ত্র ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, “প্রতিদিন শত শত পর্যটক এই বাগানে ঘুরতে আসেন। কেউ কেউ উচ্চ শব্দে গান বাজিয়ে পরিবেশের ক্ষতি করছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, “এই ঐতিহ্যবাহী পেয়ারা বাগানের পরিবেশ ও সুনাম রক্ষা করতেই প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সকলকে সেগুলো মেনে চলতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে পর্যটন এলাকা হিসেবে পেয়ারা বাগান তার স্বাভাবিক সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পারে।