1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

নেছারাবাদে সড়ক উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ ব্রিজ রূপান্তরের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
নেছারাবাদে সড়ক উন্নয়ন ও ব্রিজ রূপান্তরের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক দুই লেনে উন্নীতকরণ এবং পাঁচটি অতি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ গার্ডার ব্রিজে রূপান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সড়কে সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “নেছারাবাদ উপজেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। প্রতিদিন শতাধিক ট্রাক মালামাল পরিবহন করে এবং কয়েক শতাধিক যানবাহন চলাচল করে এই সড়কে। অথচ সড়কটি এতটাই সরু যে, প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয়।”

মানববন্ধনে জানানো হয়, কামারকাঠি থেকে গড়িয়ারপাড় পর্যন্ত রয়েছে ৫টি বেইলি ব্রিজ, যেগুলো বর্তমানে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান, গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ পর্যন্ত সড়কটি দুই লেনে উন্নীত করা হোক এবং বেইলি ব্রিজগুলো দ্রুত গার্ডার ব্রিজে রূপান্তর করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম ফরিদ, আহ্বায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি ও সাবেক পৌর মেয়র, মোঃ কাজী কামাল, সদস্য সচিব, পৌর বিএনপি, হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন ছালেহী, দফতর সম্পাদক, জমইয়্যাতে হিযবুল্লাহ, মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, সাবেক সভাপতি, ছাত্র হিযবুল্লাহ, মাওলানা মোঃ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক, জমইয়্যাতে হিযবুল্লাহ (নেছারাবাদ শাখা)। আন্দোলনকারীরা হুঁশিয়ার করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট