
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৬ জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং ৯ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। সেই তালিকায় পিরোজপুর জেলার নতুন ডিসি হিসেবে নাম রয়েছে আবু সাঈদের।
নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর পিরোজপুরের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি হয়েছেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন।
দায়িত্বকালে মোহাম্মদ আশরাফুল আলম খান জেলার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে পিরোজপুর শহরের ভারানি খাল পুনঃখনন, শহর সৌন্দর্যবর্ধন প্রকল্প, প্রবীণদের পার্ক নির্মাণ, এবং ‘সিগনেচার সড়ক’ প্রকল্পের কাজ শুরু হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়।
এদিকে নতুন জেলা প্রশাসক আবু সাঈদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পিরোজপুর জেলা প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যমের সূচনা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা।