1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিরোজপুরে নব নিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদকে পদায়ন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদকে পদায়ন করেছে সরকার। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সম্প্রতি সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৬ জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং ৯ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। সেই তালিকায় পিরোজপুর জেলার নতুন ডিসি হিসেবে নাম রয়েছে আবু সাঈদের।

নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাঈদ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর পিরোজপুরের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি হয়েছেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন।

দায়িত্বকালে মোহাম্মদ আশরাফুল আলম খান জেলার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে পিরোজপুর শহরের ভারানি খাল পুনঃখনন, শহর সৌন্দর্যবর্ধন প্রকল্প, প্রবীণদের পার্ক নির্মাণ, এবং ‘সিগনেচার সড়ক’ প্রকল্পের কাজ শুরু হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়।

এদিকে নতুন জেলা প্রশাসক আবু সাঈদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পিরোজপুর জেলা প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যমের সূচনা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট