1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশ পুলিশে নতুন পোশাক চালু, পর্যায়ক্রমে জেলা পুলিশেও বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ পুলিশে নতুন লৌহ রঙের পোশাক চালু হয়েছে। ডিএমপিসহ সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে পোশাক কার্যকর করা হয়েছে। জেলা পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পাবে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নতুন পোশাকে মাঠে নেমেছেন। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ইউনিট ও বিশেষায়িত বেশ কয়েকটি ইউনিটে এই নতুন পোশাক কার্যকর করা হয়। তবে জেলা ও রেঞ্জ পুলিশের জন্য এখনো পোশাক বিতরণ শুরু হয়নি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে জেলা পুলিশও নতুন পোশাক পাবে।

বিগত কয়েক মাস ধরে বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। জনগণের সেই প্রত্যাশার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। নতুন লৌহ রঙের এই পোশাক প্রথম ধাপে দেওয়া হয়েছে মহানগর পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশকে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আজ থেকেই সব মহানগরে নতুন পোশাক চালু হয়েছে। ধাপে ধাপে সবাই এই পোশাক পাবেন।”

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পরবে। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের পোশাকই বহাল থাকবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য নতুন তিন ধরনের পোশাক নির্ধারণ করা হয়েছে। “একসঙ্গে সব ইউনিটে পোশাক পরিবর্তন সম্ভব নয়; ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে”—বলেছিলেন তিনি।

নতুন পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতা, আচরণ ও পেশাগত সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট