1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
নাজিরপুরে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং সার্বিক সমস্যা সমাধানে সহযোগিতা চান।

পি‌রোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ না‌জিরপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা সা‌জিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা একা‌ডে‌মিক সুপারভাইজার সুমন মজুমদার। অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান বালি, প্রেসক্লাব সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, না‌জিরপুর বন্দর কল্যাণ সমিতির সভাপতি খান মোঃ আল আমিন এবং শ্রীরামকাঠী বন্দর কমিটির সাধারণ সম্পাদক এস এম মাজেদুল কবির রাসেল।

এসময় উপস্থিত ছিলেন– উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মুক্তাদির রাব্বি এবং ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার।

সভায় জেলার নবাগত প্রশাসক আবু সাঈদ সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, জনসেবা, শিক্ষা ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপজেলার যে যে জায়গায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়নে প্রশাসন–রাজনীতি–সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরবর্তীতে তিনি পাবলিক লাইব্রেরি ও মুক্তিযোদ্ধা জাদুঘরের শিশু কর্নার উদ্বোধন, সিরাজুল হক সরকারি উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, দুঃস্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান, থানা পরিদর্শন, ত্রাণ গুদাম উদ্বোধন এবং মাটিভাঙা ভূমি অফিসসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

দিনব্যাপীব্যস্ত কর্মসূচি শেষে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট