1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সার্ভিস গঠনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তারা। তাদের দাবি, এই সময়ের মধ্যে প্রস্তাবিত আইন ও সার্ভিস বাস্তবায়ন না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হবে না।

শনিবার (৩০ আগস্ট) উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অবিলম্বে একটি পৃথক সার্ভিস গঠন করতে হবে। এ সময় বক্তারা বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে নির্বাচন কমিশন সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে।

নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সার্ভিস গঠনের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন থাকা সত্ত্বেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিলম্বের কারণে তারা তীব্র নিন্দা জানান।

তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সার্ভিস গঠন ছাড়া নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচন আয়োজনও অসম্ভব হয়ে পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট