1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী শর্তপূরণের সময় শেষ হয়েছে রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায়। নির্ধারিত সময়সীমার মধ্যে দুই ধাপে মোট ৮০টি রাজনৈতিক দল চূড়ান্তভাবে তাদের নথিপত্র জমা দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৭টি এবং দ্বিতীয় ধাপে আরও ৪৩টি দল তাদের আবেদনপত্র জমা দেয়।

ইসি সূত্রে জানা গেছে, জুন মাস পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই কমিশনের নির্ধারিত শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ মোট ১৪৪টি দলকে শর্ত অনুযায়ী ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে আজ।

নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে— একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন। এছাড়া, আগের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কিংবা পাঁচ শতাংশ বৈধ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

নথিপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন দলগুলোর আবেদন যাচাই-বাছাই এবং মাঠ তদন্ত পরিচালনা করবে। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধিত দলের তালিকা প্রকাশ করা হবে। উল্লেখযোগ্যভাবে, নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট