1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী শর্তপূরণের সময় শেষ হয়েছে রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায়। নির্ধারিত সময়সীমার মধ্যে দুই ধাপে মোট ৮০টি রাজনৈতিক দল চূড়ান্তভাবে তাদের নথিপত্র জমা দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৭টি এবং দ্বিতীয় ধাপে আরও ৪৩টি দল তাদের আবেদনপত্র জমা দেয়।

ইসি সূত্রে জানা গেছে, জুন মাস পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই কমিশনের নির্ধারিত শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ মোট ১৪৪টি দলকে শর্ত অনুযায়ী ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে আজ।

নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে— একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন। এছাড়া, আগের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কিংবা পাঁচ শতাংশ বৈধ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

নথিপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন দলগুলোর আবেদন যাচাই-বাছাই এবং মাঠ তদন্ত পরিচালনা করবে। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধিত দলের তালিকা প্রকাশ করা হবে। উল্লেখযোগ্যভাবে, নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট