1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

পিরোজপুরে হিন্দু স্বর্ণকারকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ২

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
পিরোজপুরে হিন্দু স্বর্ণকারকে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ২

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের নেপাল মজুমদার নামে এক হিন্দু স্বর্ণকারকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১টার দিকে। ভুক্তভোগী নেপাল মজুমদারের দোকান থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর ও হুমকি প্রদান করে অভিযুক্তরা।

নেপাল মজুমদার জানান, অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা দোকানে এসে তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পিরোজপুর সদর থানার গজালিয়ার মান্নু খানের বাড়ির পাশে একটি বাগানে নিয়ে গিয়ে শাওন খান ও হানিফ শেখ তার ওপর শারীরিক নির্যাতন চালায়। শাওন তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং হানিফ মোবাইলে ভিডিও ধারণ করেন।

এরপর আসামিরা নেপালের বাড়িতে গিয়ে তার মেয়ে তমা মজুমদারের কাছ থেকে সাদা স্ট্যাম্প পেপারে স্বাক্ষর নেয় এবং তার স্ত্রী অর্পিতা মজুমদারের কাছ থেকে একটি ব্ল্যাংক চেক জোরপূর্বক নিয়ে নেয়।

চাঁদা না দিলে নেপাল ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় আসামিরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর নেপাল মজুমদার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং খুলনায় গিয়ে আত্মগোপনে রয়েছেন।

শুক্রবার (২৭ জুন) এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা (মামলা নম্বর: ১৬/২০২৫) দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই অপু দাস জানান, মামলার প্রধান আসামি হানিফ শেখ ও শাওন খানকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, ইয়াবা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট