২৪ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তি ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী এক গণমিছিল ও সমাবেশ আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে এসে সমাবেশে পরিণত হয়।
কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “যিনি সবসময় বলতেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে না, সেই হাসিনা ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ত্যাগ করেছেন। জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। যারা আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
তিনি আরও বলেন, “দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে খুনি হাসিনার বিচার, নির্বাচন ও আইন সংস্কার, আরপিও সংশোধন, এবং পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার জরুরি। দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।”
সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসাহাক আলী এবং ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
স্থানীয় নেতারা দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং এবার জনগণ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে আগ্রহী।