1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি

পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা
আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বহাল।

আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বহাল

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ জুন) যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে— আহ্বায়ক (ভারপ্রাপ্ত): কামরুজ্জামান তুষার, সদস্য সচিব: এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক: ১৩ জন, সাধারণ সদস্য: ৩৮ জন।

এছাড়াও জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই কমিটি অনুমোদন পেয়েছে।

২০২৩ সালের ৫ সেপ্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ হাসান, বদিউজ্জামান শেখ রুবেল, ও রিয়াজ শিকদারকে বহিষ্কার করা হয়।

এতে আহ্বায়ক পদটি শূন্য হলে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

যুবদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, “নতুন কমিটি গঠনের মাধ্যমে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের কার্যক্রম মাঠ পর্যায়ে আরও শক্তিশালী হবে।”

এই ঘোষণাটি কেন্দ্রীয় দপ্তর সেলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে পিরোজপুর জেলা যুবদলের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদী নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় যুবদল।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট