
“পুলিশ জনতা, জনতাই পুলিশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও চাঁদাবাজি প্রতিরোধে সচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া সমাজ থেকে অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। একটি এলাকায় কোন ব্যক্তি কোন অপরাধের সাথে জড়িত তা সর্বপ্রথম জানেন স্থানীয় জনগণ। তাই সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধী যত শক্তিশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল রক্ষা করা পুলিশের নৈতিক দায়িত্ব। এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহসহ যেকোনো অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিন। আপনার তথ্য গোপন রাখা হবে এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান। সঞ্চালনা করেন এসআই দীপক বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা, সহকারী পুলিশ সুপার মোঃ বায়েজিদ ইসলাম। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম হোসেন সেপাই, সাংবাদিক রিয়াজ মাহমুদ শিকদার ও ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ দমন, যুব সমাজকে মাদকের কুফল থেকে রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।