
শনিবার (২৯ নভেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মীসভায় মহিলা দলের নেত্রী-কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. রহিমা আক্তার হাসি।
বক্তারা বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে মহিলা নেত্রী-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানো, দলীয় আদর্শ ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলা দলকে আরও ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং সংগঠনের প্রতিটি পর্যায়ে কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।
কর্মীসভা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতারা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।