1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাজউদ্দীন আহমদের সন্তানদের সাক্ষাৎ, রাজনৈতিক মহলে আলোচনার ঝড় ঝিনাইদহে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুরে জমি বিরোধে খুন: ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ২ জন ৪০০০ কোটি বাজেটের রণবীরের ‘রামায়ণ’—ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ইন্দুরকানী থানায় অতিরিক্ত ডিআইজির দ্বিবার্ষিক পরিদর্শন, পুলিশ কার্যক্রমে সন্তোষ প্রকাশ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার পর হাসপাতালে ৪ জনের লাশ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ উচ্চ মুনাফার লোভে প্রতারণা বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা খুলনায় পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, রাত ৯টায় খুলনা সংবাদ সম্মেলন খুলনার দিঘলিয়ায় শহীদ জুলাই দিবস পালিত – শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গুপ্ত সংগঠনের দীর্ঘদিনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি রোধে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা গোটা শহরে রাজনৈতিক সচেতনতা জাগিয়ে তোলে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “দেশে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে। ছাত্রসমাজকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার। বক্তারা বলেন, “বিভিন্ন গুপ্ত সংগঠন শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশের ভবিষ্যৎ ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। আমরা এই চক্রান্ত প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। শিক্ষার পরিবেশ রক্ষা এবং শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য ছাত্রসমাজ সর্বদা সচেষ্ট থাকবে। সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সাধারণ ছাত্রসমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার ও সচেতনতাকে পুনর্ব্যক্ত করেছে। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রতিবাদ কার্যক্রম দেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্ব বহন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট